Message of President

চেয়ারম্যানের বার্তা

বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। মোট জনসংখ্যার প্রায় ১০% (দশ শতাংশ) লোক ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিক আছে এমন অর্ধেক রোগী জানে না তাদের ডায়াবেটিক আছে। ডায়াবেটিক আক্রান্ত রোগীরা কিডনি নষ্ট, হার্ট অ্যাটাক এবং অন্ধত্বের মতো অনেক মারাত্মক রোগে আক্রান্ত হয়। ফলে অনেক ডায়াবেটিক রোগী অকার্যকর হয়ে পড়ে, এমনকি অকালে মৃত্যবরণ করে। উপরোক্ত পরিস্থিতি বিবেচনা করে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র অসহায় যুব ডায়াবেটিক রোগীদের পুনর্বাসনের লক্ষ্যে মরহুম জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম ১৯৬৮ সালে জুরাইনে VRP নামে একটি প্রকল্প প্রতিষ্ঠা করেন। এটিকে পরবর্তীতে পুনর্বাসন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র RVTC নামকরণ করা হয়। “ কোন ডায়াবেটিক রোগী গরীব হলে ও বিনা চিকিৎসায়, অনাহারে এবং বেকার অবস্থায় মার যাবে না ” ডা. মোহাম্মদ ইব্রাহিমের এই কালজয়ী মতবাদ থেকে আরভিটিসিতে প্রতিষ্ঠিত হয় এই পুনর্বাসন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রেটি, যাতে তরুণ ডায়াবেটিক রোগীগণ বিভিন্ন ট্রেড কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়ে নিজের উপার্জনে চিকিৎসা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে তথা পরিবারের বোঝা না হয়ে অন্যদের মতো সমাজে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। যুব ডায়াবেটিক রোগীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বিভিন্ন ট্রেড কোর্সে বিনামূল্যে থাকা-খাওয়াসহ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মহতী লক্ষ্য নিয়ে আরভিটিসি কাজ করছে। আরভিটিসির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে তৈরিকৃত হাসপাতাল সামগ্রী, কাঠ ও স্টিলের অফিস ফার্নিচার উন্নত মান সম্পন্ন, যা বারডেম ও বাডাসের অঙ্গ প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন অধিভুক্ত সমিতিরসমূহে ব্যবহৃত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ গ্রাহকদের স্পেসিফিকেশনের ভিত্তিতে হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি ইত্যাদিতে ব্যবহৃত প্রয়োজনীয় সব ধরনের আইটেম তৈরি করতে সক্ষম। আরভিটিসির মহতী লক্ষ্য বাস্তবায়নের স্বার্থে বাডাসের অঙ্গ প্রতিষ্ঠান ও অধিভুক্ত সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনার্থে এ প্রতিষ্ঠানে উৎপাদিত হাসপাতাল সামগ্রী ও অফিস ফার্নিচার ক্রয় করে পুনর্বাসন কার্যক্রমে সহায়তা প্রদানের আহবান জানাচ্ছি ।পরিশেষে আরভিটিসি পরিচালিত সকল প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচির সাফল্য কামনা করি।

জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান
সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি